Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চেক ডিজঅনার মামলায় নবীগঞ্জের আব্দুল মালিক-কে ১ কোটি ১৮ লাখ টাকা অর্থদন্ড ও ১ বছরের কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ চেক ডিজঅনার মামলায় নবীগঞ্জের আব্দুল মালিক নামের এক ব্যক্তিকে ১ কোটি ১৮ লাখ টাকা অর্থদন্ড ও ১ বছরের কারাদন্ড প্রদান করেছেন আদালত। গত ২৮ ফেব্রুয়ারি সিলেট যুগ্ম মহানগর দায়রা জজ ১ম আদালতের বিচারক মোহাম্মদ দিদার হোসাইন এ আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আব্দুল মালিক নবীগঞ্জ উপজেলার কানাইপুর প্রকাশিত আদিত্যপুর গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।
আদালত সুত্রে জানা যায়, মামলার বাদী মনসুর আলী খাঁনের পাওনা টাকার বিপরীতে ২০২১ সালে ৫৯ লক্ষ টাকার চেক দেন বিবাদী আব্দুল মালিক। বাদী চেক দিয়ে টাকা তুলতে গেলে একাউন্টে টাকা না থাকায় ব্যাংক কর্তৃক চেকটি ডিজঅনার হয়। এর পরে উকিল নোটিশ পাঠিয়ে ও কোন সমাধান না হওয়ায় ২০২১ সালে মনসুর আলী খাঁন আব্দুল মালিকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি সিলেট যুগ্ম মহানগর দায়রা জজ ১ম আদালতের যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ দিদার হোসাইন এনআই এ্যাক্ট ১৮৮১ এর ১৩৮ ধারায় বিবাদী আব্দুল মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১ কোটি ১৮ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং বিবাদী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।