Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে সিরিজ বোমা হামলার ২ মামলায় ৩ জনের সাক্ষ্য গ্রহণ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ৫টি স্থানে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ৫ মামলার ২টিতে ৫ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ৩ সাক্ষী। গতকাল সোমবার দুপুর ১২টায় জেএমবি’র সাবেক প্রধান সাইদুর রহমানসহ ৫ আসামিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. হাসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। আসামিদের মধ্যে গাজীপুরের কাশীমপুর কারাগার থেকে হাফেজ হুজাইফা উরফে ওবায়দুল্লা এবং জেএমবির সাবেক প্রধান সাইদুর রহমান, তার ছেলে এইচ এম শামীম, আজিজুল ইসলাম গাজী ও বেলাল হোসেন ওরফে তামিমকে হবিগঞ্জ কারাগার থেকে আনা হয়। মামলার অপর ২ আসামি সালাউদ্দিন ও শফিকুল শুরু থেকেই পলাতক। আদালতে বিশেষ ট্রাইব্যুনাল ৮নং মামলায় ২ জন সাক্ষী রোশন আলী ও সালেহ আহম্মদ চৌধুরী এবং বিশেষ ট্রাইব্যুনাল ১০নং মামলায় সালেহ আহম্মদ চৌধুরী সাক্ষ্য দেন। ইতোপূর্বে ২ মামলায় ৪৫ জন সাক্ষীর মধ্যে ২০ জন সাক্ষ্য দিয়েছেন। আদালত ১৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ন্যায় হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ ৫টি স্থানে একযোগে সিরিজ বোমা হামলা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক ৫টি মামলা দায়ের করে।