Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে শান্তিপুর্ণ পূজা উদযাপনে জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার ॥ এবছর হবিগঞ্জ জেলায় ৫৭১টির অধিক মন্ডপে দূর্গা পূজা উদযাপন করা হবে। পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারের পাশাপাশি ভলান্টিয়ার টিম গঠন কওে শান্তি শৃংখলা রক্ষা করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি প্রত্যেক মন্ডপে নিজস্ব জেনারেটর রাখার ব্যবস্থা করা হবে। সার্বিক বিষয় দেখভালের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে একটি কন্ট্রোল রুম কাজ করবে।
গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন শৃংখলা সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়াও ঈদ ও পূজা পাশাপাশি সময়ে হওয়ায় পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে কাজ করার সিদ্ধান্ত হয়। নামাজ ও আজানের সময় পূজা মন্ডপের মাইক বন্ধ থাকবে। পূজা উদাপন পরিষদেও নেতৃবৃন্দ জানিয়েছেন মন্ডপ গুলোতে কোন ডিজে পার্টি হবে না। এবং সেথানে ধর্মীয় বাহিওে কোন গান বাজানো যাবেনা।
জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কামরুল আমীন ও হবিগঞ্জ পৌর সভার মেয়র জি কে গউছ। সভায় সকল উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সরকারী কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।