Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে আইন-শৃংখলা কমিটির বিশেষ সভা ॥ রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রুখতে কঠোর হচ্ছে প্রশাসন

বাহুবল প্রতিনিধি ॥ পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রুখতে উপজেলা প্রশাসন কঠোর হচ্ছে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তা নিশ্চিত করা হবে। আইন-শৃংখলা কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। সভায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান আবুল হাশিম, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, ইউপি চেয়ারম্যান আ.ক.ম উস্তার মিয়া, ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ, ভাদেশ্বর ইউপি’র প্যানেল চেয়ারম্যান শ্রী কুমার কৈরী, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, উপজেলা শিক্ষা অফিসার হাসান মোঃ জোনাইদ, সমাজ সেবা অফিসার কাওসার আহমেদ, মেডিকেল অফিসার ডা. জাহেদ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার।
এছাড়াও সভায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বাহুবল বাজার ব্যবসায়ী কমিটির আহ্বায়ক ইমাম উদ্দিন সরকার ও মিরপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক সামছুদ্দিন।