Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে অযৌক্তিক অমানবিক পরিবহণ ধর্মঘট প্রত্যহার ॥ হাসপাতালের ভেতরে প্রাইভেট অ্যাম্বুলেন্স রাখা সম্পূর্ণ নিষেধ

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পরিবহন শ্রমিকদের ডাকা অযৌক্তিক ও অমানবিক অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গত রবিবার (১৯ মার্চ) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের অভ্যন্তরে কোনও বেসরকারি অ্যাম্বুলেন্স রাখা যাবে না। হাসপাতালের বাইরে ধারাবাহিক ভাবে দুটি অ্যাম্বুলেন্স রাখা যাবে। অ্যাম্বুলেন্স চালকদের প্রতিনিধি নির্ধারিত জায়গায় অবস্থান করবে। তিনি রোগীদের প্রয়োজনে ধারাবাহিকভাবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিবেন। ভাড়াও নির্ধারণ করে দেয়া হবে প্রশাসনের পক্ষ থেকে। গত রবিবার সকাল থেকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্কিং স্থাপনসহ ৯ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অ্যাম্বুলেন্স চালকরা সদর হাসপাতালে অনেক প্রাইভেট রোগীবাহি গাড়িকে বাঁধা দিলে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা। অনেকেই সময় মতো ঢাকা-সিলেট মেডিকেলে পোঁছাতে না পেরে রাস্তায় মারা যান। তাদের অযৌক্তিক ও অমানবিক ধর্মঘটের ফলে হবিগঞ্জ থেকে ছেড়ে যায়নি কোনও দূরপাল্লার বাস। পূর্বঘোষণা ছাড়া কর্মবিরতির সিদ্ধান্তে বিপাকে পড়েন যাত্রীরা। এদিকে রবিবার রাতে জেলা প্রশাসক ইশরাত জাহানের সঙ্গে বৈঠকে বসেন পরিবহন শ্রমিক নেতারা। বৈঠকে সিদ্ধান্ত হয় গতকাল সোমবার থেকে এ ধর্মঘট প্রত্যাহারের।