Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শচীন্দ্র কলেজে উদ্যোগে জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

 

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শচীন্দ্র কলেজে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও পালন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন করার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
কলেজ মিলনায়তনে সকাল ১১ টায় দিবসের প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন স্নাতক সম্মানের (বাংলা) খাদিজা আক্তার শিউলি ও গীতা পাঠ করেন দ্বাদশ শ্রেণির ছাত্র শ্যমল সরকার। স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠানের আহবায়ক গৌতম সরকার। ছাত্র-ছাত্রীর পক্ষে বক্তব্য রাখেন আফরোজা জাহান লিজা ও একাদশ শ্রেণির রিতা বেগম। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রভাষক প্রসূন আচার্য্য, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম খান, সহকারী অধ্যাপক আব্দুল আহাদ খান, সহকারী অধ্যাপক লতিফ হোসেন, সহকারী অধ্যাপক প্রমোদ সাহাজি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও প্রভাষক রঞ্জু পালের পরিচালনায় আলোচনা সভা শেষে জাতির জনকের জন্মদিনের কেক কাটা হয়। পরবর্তিতে ছাত্র-ছাত্রীদের অংশ-গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কবিতা আবৃত্তি করেন রীতা বেগম ও আফরোজা জাহান লিজা। গান পরিবেশন করেন রূপা ঋষি, ঝলক বৈষ্ণব, আফরোজা আক্তার লিজা। অনুষ্ঠান উপস্থাপনা করেন।