Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের বালিদ্বারা বাজারের ফুটপাত ব্যবসায়ীদের দখলে ॥ দূর্ঘটনার আশঙ্কা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ বালিদ্বারা বাজারের লোক চলাচলের রাস্তা ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে চলে গেছে। ফলে ব্যস্ততম ওই সড়কের লোকজন চলাচলের ফুটপাতের রাস্তায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে দুঘর্টনার সম্ভাবনা রয়েছে। ফুটপাতে এ সব দোকান বসানোর পিছনে স্থানীয় ব্যবসায়ী সমিতির কতিপয় সদস্যদের হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার দেবপাা ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের বালিদ্বারা (দেবপাড়া) বাজারে পথচারীদের চলাচলের জন্য রাস্তার একাংশে জায়গা রাখা হয়। এতে বাজারে আসা যাওয়া পথচারীদের চলাচলে সুবিধা হয় এবং দুর্ঘটনা এড়াতে পারেন। কিন্তু সম্প্রতি ওই বাজারের পথচারীদের চলাচলের রাস্তায় ফুটপাতে বিভিন্ন জাতের দোকান বসিয়ে লোকজন চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় জীবনের ঝুকিঁ নিয়ে মেইন সড়ক দিয়ে পথচারীদের চলাচল করতে হয়। এতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা সংঘটিত হতে পারে বলে স্থানীয়রা জানান।
এ সব দোকান বসানোর পিছনের বাজার ব্যবসায়ী সমিতির হাত রয়েছে বলেও সুত্রে জানাগেছে। এ ব্যাপারে ফটপাতের দোকান উচ্ছেদসহ অবৈধ দোকানপাট অপসারণের জন্য এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।