Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে অধিক মূল্যে সার বিক্রয় ম্যানেজার আটক মুচলেখা দিয়ে মুক্ত

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বেশি মূল্যে সার বিক্রয় করায় দোকান ম্যানেজার রজব আলী (৩০) কে আটক করে স্থানিয় জনতা। পরে মুচলেখা দিয়ে মুক্তি পায় সে। রবিবার সকালে উপজেলার চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে ইয়াকুব আলীর মালিকানাধিন চৌমুহনী বাজারস্থ উজ্জল বীজঘর ম্যানেজার রজব আলী সরকার নির্ধারিত মূল্যের অধিক ৯শ ৩০টাকা করে ২ বস্তা ইউরিয়া সার বিক্রি করে। ক্রেতা তুলশিপুর গ্রামের মোহাম্মদ আলী সার নিয়ে যাওয়ার সময় স্থানিয় জনতা বেশি দামে সার ক্রয়-বিক্রয়ের কথা জানতে পেরে ম্যানেজার রজব আলীকে আটক করেন। স্থানিয় জনতা বিষয়টি কৃষি কর্মকর্তা আতিকুল হককে জানালে তিনি উপ-সহকারি কৃষি কর্মকর্তা অর্ধেনেন্দু দেবকে ঘটনাস্থলে পাঠান। অর্ধেনেন্দু দেব জানান, ভুল স্বীকার করায় রজব আলীকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। তবে পুনরায় এমন অপরাধ করলে তার প্রতিনিধিত্ব বাতিল করা হবে বলে মৌখিক ভাবে শতর্ক করা হয়েছে। স্থানিয় কৃষক আব্দুল হামিদ, মুজহিদ মিয়া, ছায়েদ মিয়া সহ কয়েকজন জানান, ইউরিয়া সার প্রতি বস্তার মূল্য ৮শ টাকা হলেও উজ্জল বীজ ঘরে প্রতি বস্তা ৯শ থেকে ১হাজার টাকা বিক্রয় করা হয়। উপ-সহকারি কৃষি কর্মকর্তা আরো জানান গুদামে রক্ষিত সার গুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার জন্য জব্দ করে স্থানিয় ইউপি সদস্য ইদ্রিস আলীর জিম্মায় রাখা হয়েছে।