Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সমাজ কল্যাণ মন্ত্রীর অপসারনের দাবীতে নবীগঞ্জে বিক্ষোভ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী কর্তৃক নবীগঞ্জের তাহিরপুর মাদ্রাসা প্রাঙ্গনে তার বক্তব্যে দেশের আলেম উলামাদের নিয়ে কুটক্তি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্টান বন্ধের হুমকির প্রেক্ষিতে গতকাল আউশকান্দি হীরাগঞ্জ মধ্য বাজারের সামনে এক বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আউশকান্দি ইউপি শাখা। সভায় বক্তাগণ বলেন, অনতিবিলম্বে সৈয়দ মহসিন আলী দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা সহ এর জন্য তওবা করতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রী সমাজের কল্যাণের পরিবর্তে সমাজ বিনষ্টে লিপ্ত রয়েছেন। তিনি আলেম উলামাদের বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য দিয়ে দেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিমানের মনে আঘাত এনেছেন। এর জন্য সৈয়দ মহসিন আলীর অপসারন দাবী করা হয়। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আউশকান্দি ইউনিয়ন শাখা আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ আউশকান্দি ইউপি শাখার সাধারন সম্পাদক হাফেজ কুতুব উদ্দিন চৌধুরী। আউশকান্দি ইউনিয়ন তালামীযের সভাপতি মিলাদ হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, প্রধান অতিথি হবিগঞ্জ জেলা তালামীযের সহ সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ মনজুরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা সভাপতি জালাল উদ্দিন মোঃ ধন মিয়া, সাধারন সম্পাদক মোঃ আব্দুল মন্নান, সাবেক সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, মাওলানা মোঃ ছালিক আহমদ, মাওলানা আব্দুস শহীদ, তালামী নেতা রাজন হাসান চৌধুরী, মেরাজুল হক সজল, হুসাইন আহমদ, জায়েদ হাসান জীবন, রাজিবুল ইসলাম রাজিব প্রমূখ নেতৃবৃন্দ। প্রতিবাদ সভা শেষে এক বিক্ষোভ মিছিল মধ্য বাজার থেকে ঢাকা-সিলেট মহা সড়কের কিবরিয়া চত্ত্বর সহ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করা হয়।