Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবল উপজেলা ভূমিহীন টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা ভূমিহীন টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক সাদেকুর রহমান। ভূমিহীনদের মধ্যে শেষ ধাপে ১৯০টি পরিবারের মাঝে গৃহ প্রদান করা হবে বলে সভায় অবহিত করা হয়। এই চতুর্থ ও শেষ ধাপের মধ্যে দিয়ে গৃহ প্রদানের কার্যক্রমটি সমাপ্ত হবে। এর আগে এ উপজেলায় প্রথম ধাপে ৫৭টি, দ্বিতীয় ধাপে ৭৩টি, তৃতীয় ধাপে ১৫১টিসহ মোট ২৮১টি ঘর প্রদান করা হয়। এরপর থেকে সরকারের নিকট থেকে যাদের জায়গা আছে ঘর নেই তাদেরকে ঘর প্রদান করা হবে সভায় জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক মোঃ সাইফুদ্দিন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, মুদ্দত আলী, আব্দুল রেজ্জাক, আ.ক.ম. উস্তার মিয়া তালুকদার, শামীম আহমেদ ও কামরুজ্জামান বশির, উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, উপজেলা মৎস অফিসার মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা সমবায় কর্মকর্তা রুপাইয়া বেগম, ইউনিয়ন ভূমি সহকারি নয়ন মনি শীল, উপ পুলিশ পরিদর্শক সমিরন দাসসহ সকল ইউনিয়ন ভূমি সহকারি উপস্থিত ছিলেন।