Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাহমুদ-উল হকের বার এট-ল ডিগ্রী অর্জন

যুক্তরাজ্য প্রবাসী হবিগনজ জেলার কৃতি সন্তান বিশিষ্ট সলিসিটর জনাব মাহমুদ-উল হক (মাসুম) বার-এট-ল ডিগ্রী অর্জন করেছেন। গত ৩০ জুলাই ২০১৪ ইং তারিখে ইংল্যান্ডের লিংকনস্ ইন থেকে আনুষ্ঠানিকভাবে তিনি আইনশাস্ত্রে সর্বোচ্চ ডিগ্রী ব্যারিষ্টার-এট-ল উপাধি লাভ করেন। ব্যারিষ্টার হক দীর্ঘদিন যাবত বিভিন্ন সলিসিটর ফার্মসহ ঊহমষধহফ ঈরঃরুবহ অফারপব ইঁৎবধঁ এবং ঞড়বিৎ ঐবসষবঃং ঈধৎবৎং ঈবহঃবৎ এ ঝড়ষরপরঃড়ৎ এবং খবমধষ অফারংড়ৎ হিসেবে ¯’ানীয় ঈড়সসঁহরঃু তে সেবা প্রদান করে আসছেন। তাছাড়া এডভোকেট হিসেবে তিনি হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির একজন সম্মানিত সদস্য। ব্যারিষ্টার হক একজন ঈড়সসঁহরঃু অপঃরারংঃ হিসেবেও সুপরিচিত। তিনি ঐধনরমধহল উরংঃৎরপঃ ডবষ-ভধৎব অংংড়পরধঃরড়হ, ঘধনরমধহল ডবষ-ভধৎব অংংড়পরধঃরড়হ রহ টক ্ ঊঁৎড়ঢ়ব এবং ঘধনরমধহল ঊফঁপধঃরড়হ ঞৎঁংঃ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ব্যারিষ্টার হকের পিতা মরহুম মোঃ সামছুল হক সাহেব হবিগনজ্ হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। ব্যারিষ্টার হক হবিগনজ শহরের টাউন হল রোড্ নিবাসী এবং উনার বাড়ী নবীগনজ্ উপজেলার বাগাউড়া গ্রামে।
ব্যারিষ্টার মাহমুদ-উল হক তাহার ভবিষ্যত জীবনে উত্তরোত্তর সাফল্যের জন্য যুক্তরাজ্যের বাংলাদেশী ঈড়সসঁহরঃু সহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া / আশীর্বাদ কামনা করেছেন।
প্রয়োজনে মোবাইল ঃ ০০৪৪-৭৮৮-৬৪০-৯১৯৮
(বাংলাদেশ সময় ঃ দুপুর ৩ টা থেকে রাত ১০ টার মধ্যে)