Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সদর হাসপাতালে বারবিট ইনজেকশনের তীব্র সংকট

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে বারবিট ইনজেকশনের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। ফলে ২৫০ শয্যার এ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। শিশুদের ক্ষেত্রে এ ইনজেকশন বেশি প্রযোজ্য। এ সুযোগে একটি দালাল চক্র ১৬ টাকার ইনজেকশন হাজার থেকে ১৫শ টাকায় বিক্রি করছে। এ ইনজেকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বিপাকে পড়ে দালালদের মাধ্যমে কিছু ফার্মেসী থেকে ১৬ টাকার ইনজেকশন ১ হাজার, ১৫শ আবার ২ হাজার টাকা দিয়ে কিনে আনেন। এ ইনজেকশন শিশুদের খিঁচুনি, শ^াসকষ্ট, পেটপাঁফাসহ জটিল রোগে ব্যবহৃত হয়। কিন্তু হাসপাতালে আসার পর ইনজেকশন না থাকার কারণে ডাক্তার তাদের রেফার্ড করেন। তাই ভয়ে অনেকে দালালদের মাধ্যমে এ ইনজেকশন ক্রয় করেন। গায়ের মূল্য ১৬ টাকা। কিন্তু প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসীতে গেলে বলা হয় ইনজেকশন নাই। অথচ দালাল ধরে গেলে ইনজেকশন পাওয়া যায়। এ বিষয়ে ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দেবাশীষ দাশ জানান, বারবিট ইনজেকশনে সাপ্লাই নেই। তবে এ ইনজেকশন নবজাতকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। দুই একদিনের বাচ্চাদের খিচুনি হলে পুশ করতে হয়। তবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভোক্তা অধিকারের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা জানান, অনেকেই ইনজেকশনটির অতিরিক্ত দাম রাখার বিষয়ে অভিযোগ করেছে। শীঘ্রই এসব ফার্মেসীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।