Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে কৃষি জমির মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাথে সাথে অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। অর্ধলক্ষ টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন নিবার্হী ম্যাজিস্ট্রেট। তাছাড়া উত্তোলনকৃত মাটি জব্দ করে ইউনিয়ন পরিষদের সামনে গভীর গর্ত ভরাট করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি প্রতিষ্ঠানকে ৩হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগিতা করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক নেতৃত্বে মাধবপুর থানার ও ছাতিয়াইন ফাঁড়ির পুলিশ।
উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় জড়িত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কৃষি জমি রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।