Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরে জাপান হাসপাতালের মালিককে ৬ মাসের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ এনেস্তেসিওলজিস্টের অনুপস্থিতিতে সিজারিয়ান অপারেশন করাসহ বিভিন্ন অপরাধে হবিগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকার দি জাপান বাংলাদেশ হাসপাতালের মালিক আরিফুল ইসলাম আরিফ (৪০) কে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কোর্ট স্টেশন এলাকার মায়ের হাসি ডায়াগনষ্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে।
গতকাল বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হুসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে ভ্রাম্যমান আদালত দেখতে পান দি জাপান হাসপাতালে এনেস্তেসিওলজিস্ট, নার্স ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। এনেস্তেসিওলজিস্ট ছাড়াই এখানে সিজারিয়ান অপারেশন হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সিজারিয়ান অপারেশনকারী চিকিৎসক ডা. উম্মে কাসপিয়া সটকে পড়েন। পরে হাসপাতালটির মালিক আরিফুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল ও জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হকসহ একদল সদর থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন। এদিকে ওই এলাকার বেশ কয়েকটি ক্লিনিকেও অভিযান চালান। এ সময় মায়ের হাসি ডায়াগনষ্টিক সেন্টারের মালিককে শেষবারের মতো সতর্ক করা হয়। সিভিল সার্জন জানান, দি জাপান-বাংলাদেশ হাসপাতালে বৈধ কাগজপত্র নেই। অপারেশনের পরপরই সেখানে গিয়ে চিকিৎসক ও এনেস্তেসিওলজিস্টকে পাওয়া যায়নি। এ ছাড়া যে রোগীটিকে সিজারিয়ান অপারেশন করা হয়েছে, তাকে সেখান থেকে এনে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক। অভিভাবকরা অভিযোগ দিলে তারা তদন্তে নামেন। এরকম আরও অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।