Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অপরাধ দমনে প্রয়োজন সবার সমন্বিত প্রচেষ্টা-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার অপরাধ দমনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এক্ষেত্রে প্রয়োজন সকলের সমন্বিত প্রচেষ্টা। অপরাধীদের পরিচয়Ñ তারা শুধ্ইু অপরাধী। অপরাধীরা যে দলেরই হোক, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির গতকাল শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এ সময় তিনি শায়েস্তাগঞ্জ উপজেলায় মাদক, জুয়া ও কালোবাজারে রেলের টিকিট বিক্রয় রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও এক্ষেত্রে ভূমিকা রাখার কথা বলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামালসহ কমিটির সদস্যবৃন্দ। এ সভায় শায়েস্তাগঞ্জ উপজেলায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে এমপি আবু জাহির গ্রামীণ অবকাঠামো রণাবেণ (টিআর) এর চেক বিতরণ করেন।