Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরে একের পর এক মোটর সাইকেল চুরি

 

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে একের পর এক মোটর সাইকেল চুরি হচ্ছে। কিন্তু চোরের লাগাম ধরা যাচ্ছে না। এ পর্যন্ত অর্ধশতাধিক মোটর সাইকেল চুরি হলেও লোক দেখানো মাত্র এক দুইটি মোটর সাইকেল উদ্ধার হয়। আর চোরের দলের হাত থেকে সাংবাদিক, ডাক্তার, পুলিশসহ কোনো পেশার মানুষ রেহাই পাচ্ছে না। গতকাল রবিবার শহরের চাঁদের হাসির সামন থেকে ডাঃ আশিকুল মুহিত খানের লাল রংয়ের পালসার মোটর সাইকেল দিনেদুপুরে চোরের দল নিয়ে যায়। সিসি ক্যামেরায় তা ধারণ করা থাকলেও পুলিশ হদিস বের করতে পারে না। এর আগে প্রেসক্লাব সাবেক সভাপতি রাসেল চৌধুরীর মোটর সাইকেল ডিসি অফিসের নিচ থেকে, প্রেসক্লাবের সদস্য সাইফুর রহমান তারেকের মোটর সাইকেল তেঘরিয়া থেকে, সাংবাদিক কাজী মিজানের মোটর সাইকেল জহুর আলীর হোটেলের সামন থেকে, বাহুবল থানার এক এসআইর মোটর সাইকেল চীফ জুডিসিয়াল কোর্টের নিচ থেকে নিয়ে যায়। এ ছাড়াও আরও বিভিন্ন পেশার মানুষের মোটর সাইকেল চুরি হয়। এ পর্যন্ত থানায় অনেক জিডি ও মামলা পেন্ডিং রয়েছে। কিন্তু আজ পর্যন্ত একটি মোটর সাইকেল উদ্ধার হয়নি। মোটর সাইকেল চোরের গডফাদার রিপনকে পুলিশ না ধরতে পারলেও র‌্যাব-৯ ভৈরব থেকে গ্রেফতার করে। কিন্তু সে জেলে থাকলেও তার সাঙ্গপাঙ্গরা বর্তমানে মোটর সাইকেল চুরি করছে বলে জানা গেছে।