Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বিএমডিএফ

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপম্যান্ট ফান্ড (বিমডিএফ) হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে ৬ কোটি ৫৯ লাখ ৪৪ হাজার ৮শ ৯৬ টাকার চুক্তি সম্পাদন করেছে। গতকাল মঙ্গলবার ঢাকাস্থ মীরপুরের বিএমডিএফ কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন বিএমডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম নূরুল হুদা ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। চুক্তি স্বাক্ষরকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমডিএফ-এর কোম্পানী সচিব ড. মোঃ শাহাদাত হোসেন, প্রোগ্রাম ম্যানেজার গাজী মোঃ মহসিন, ফিন্যান্স ম্যানেজার সৈয়দা সুলতানা নাসরিন, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর শেখ নূর হোসেন, গৌতম কুমার রায়, পৌর সচিব মোহাম্মদ নূর আজম বীন আখতার, নির্বাহী প্রকৌশলী মধুসূদন দাস, উপসহকারী প্রকৌশলী দিলীপ কুমার দত্ত সহ অন্যান্যরা।
বিগত বছরে বিএমডিএফ-এর আওতায় ১কোটি ৩৫ লাখ ২ হাজার ৭শ ৯৩ টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন হওয়ার পর উদ্বৃত্ত হিসেবে ১৫ লাখ ৯৩ হাজার টাকা হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে বিএমডিএফ তহবিলে জমা দেয়া হয়। হবিগঞ্জ পৌরসভার স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন কাজে সার্বিক গুনগত মান বজায় রাখার কারনে বিএমডিএফ চলতি অর্থ বছরে দুইটি প্যাকেজে ৬ কোটি ৫৯ লাখ ৪৪ হাজার ৮শ ৯৬ টাকা বরাদ্দ দেয়। প্রথম প্যাকেজে ৩ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার ৪শ ৭৭ টাকায় বাস্তবায়িত হবে ৮টি রাস্তা ও ৬টি ড্রেন।