Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে পৈত্রিক সম্পত্তি নিয়ে হামলা ভাংচুরের অভিযোগ ॥ মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের দুধ পাতিল গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মা, ছেলের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ব্যপারে রহিমা খাতুন বাদি হয়ে ২ জনকে আসামি করে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন।
এ মামলার জের ধরে ক্ষিপ্ত হয়ে সৎ ছেলেরা মা, ছেলের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। গত ৬ জানুয়ারি শুক্রবার বেলা দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ওই গ্রামের মৃত ওহাব মিয়ার স্ত্রী রহিমা খাতুন সাংবাদিকদের জানান, তার সৎ ছেলে আব্দুল হেকিম, সোহেল মিয়া গং তাদের বাড়ি ঘর ও জায়গা জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ ঘটনা নিয়ে গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলীর নেতৃত্বে দুধ পাতিল গ্রামে ঘটনাস্থলে বিচার বসে। বিচার শালিসে গ্রামের শতাধিক মানুষ অংশ গ্রহন করে। শালিসের রায় অমান্য করে আসছে আব্দুল হেকিম ও সোহেল মিয়া গং। এর পর থেকে তারা রহিমা খাতুন ও তার ছেলে সাহিদ মিয়া কে প্রান নাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় বসবাস করে আসছে। যে কোন সময় মা ছেলের উপর হামলার ঘটনা ঘটতে পারে।