Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ক্যাম্প পুড়িয়ে দেওয়ার মামলার আসামি তোফাজ্জল গ্রেপ্তার

আজিজুল হক নাসির, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার সংরক্ষিত বনাঞ্চল রেমা বিটের সেবা টিলা ক্যাম্পে পুড়িয়ে দেওয়ার মামলার আসামি তোফাজ্জল মিয়া (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার ১৩ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার আলীনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তোফাজ্জল মিয়া উপজেলার আলীনগর গ্রামের আঃ নুর এর পুত্র। এর আগে গত মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে রেমা বনাঞ্চলের পেটনখোলা এলাকা থেকে চুরি করে একটি চাপালিশ গাছ কেটে পাচারকালে বনকর্মীদের ধাওয়া খেয়ে সরঞ্জামাদী ফেলে পালিয়ে যায় সোহেল ও তার সঙ্গীরা। বন কর্মীরা করাত, দা, কাটা গাছ জব্দ করে। তাদের বিরুদ্ধে পিওআর বন মামলা দায়ের করেন। যার নং ১৯/রেমা। এতে ক্ষিপ্ত হয় গাছ চুরির সাথে জড়িতরা। পরের দিন বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় সেবাটিলা ক্যাম্পে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন বনকর্মীরা। এ সময় ক্যাম্পের ভিতরে ছিলেন ২ বনকর্মী মাহমুদুর রহমান খোকন ও রাসেল কবির। তখন তারা ক্যাম্পের জানালা ভেঙে বাহিরে আসেন। আগুনে পুড়ে আহত হন খোকন। তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই মর্মে গত ১১ জানুয়ারি বনকর্মী মাহমুদুর রহমান খোকন বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলার বাসুল্লা গ্রামের আবুল হোসেনের পুত্র সোহেল মিয়া (৩৪), আলীনগর গ্রামের মৃত মাহমুদ হোসেনের পুত্র জুয়েল মিয়া (৩০), বাসুল্লা গ্রামের মৃত রশিদ মিয়ার পুত্র আহাদ মিয়া (৩৩), আঃ কুদ্দুছ এর পুত্র সবুজ মিয়া (২৮), জানু মিয়ার পুত্র ফয়সল মিয়া (২৮), মৃত দুদা মিয়ার পুত্র আঃ রউফ (৩৪), জানু মিয়ার পুত্র রাসেল মিয়া (২৫), আলীনগর গ্রামের মহিবুল্লাহর পুত্র শাহীন মিয়া (২৮) ও আঃ নুর এর পুত্র তোফাজ্জল মিয়া (২৫) ও অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করা হয়। তোফাজ্জলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ।