Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বরখাস্তকৃত সেই ভূমি কর্মকর্তা সাদকে আবারও বানিয়াচংয়ে পদায়ন

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং ৫/৬নং ইউনিয়ন ভূমি অফিসের সরকারী গাছ বিক্রির অপরাধে বরখাস্তকৃত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেই সাদকে আবারও বানিয়াচং উপজেলায় পদায়ন করা হয়েছে।
সূত্রে জানা যায়, সম্প্রতি আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাকে বদলী করে বানিয়াচং উপজেলার ৩নং ইউনিয়ন ভূমি অফিসে পদায়ন করা হয়েছে। রোববার তার নতুন কর্মস্থলে যোগদান করার কথা রয়েছে। বিভিন্ন দূনীর্তি ও স্বেচ্ছাচারিতা এবং ৫/৬নং ইউনিয়ন ভূমি অফিসের সরকারী গাছ বিক্রির অভিযোগে ২০১৯ সালের ১০ জুলাই (১০৭৬৭) নং স্মারকে সাদ আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়। বানিয়াচং সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক ২০১৯ সালের ১১ মার্চ ২৮৩ নং স্মারকে সরকারী শৃংখলা ও আপিল বিধিমালা ২০১৮ এর ৩(খ) ও ৩(ঘ) উপধারা মতে অসদাচরণ ও দূনীর্তির অপরাধ করেছেন মর্মে প্রতিবেদন দাখিল করা হলে অভিযোগনামা ও অভিযোগ বিবরণীর প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা (মামলা নং ১/২০১৯) হয় এবং হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ সরকারী শৃংখলা ও আপীল বিধিমালা ২০১৮ এর ১২(১) উপবিধি মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করেন। অভিযোগ রয়েছে, ৫/৬নং ভূমি অফিসের তহশিলদার থাকাকালীন সাদ আহমেদ অত্র অফিসে সিন্ডিকেট এর মাধ্যমে জমির পর্চাসহ ভূমি সংক্রান্ত কাজের জন্য সেবা প্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতেন। এছাড়া অফিস সময়ের মধ্যে তিনি কখনো অফিসে আসতেন না। নানা অভিযোগ নিয়ে ভূক্তভোগীরা বিভিন্ন সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত এবং মৌখিকভাবে অভিযোগও দিয়েছে। বেশ কয়েকটি অভিযোগ এর সত্যতাও পেয়েছে কৃর্তপক্ষ। এ নিয়ে স্থানীয় এবং জাতীয় পত্রিকায় সাদ আহমেদ এর দুনীর্তির বিষয়ে অনেক প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। ভূক্তভোগীদের দাবী, দূনীর্তির অভিযোগে বরখাস্তকৃত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেই সাদকে যেন আবারও বানিয়াচংয়ে পদায়ন করা না হয়।