Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার উৎসব ॥ এসিল্যান্ডের অভিযান

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার সবত্র এলাকায় কৃষি জমি থেকে মাটির কাটার মহা উৎসব চলছে। প্রশাসনের কোন ভূমিকা না থাকায় পাহাড় ও কৃষি জমি থেকে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা এই মাটি কাটার উৎসব এ মেতে উঠেন। প্রশাসনকে জানানোর পর কোন ভূমিকা না রাখায় স্থানীয় লোকজনের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
গতকাল নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের বাজখাশরা বন থেকে অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন অভিযোগের ভিত্তিতে বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের এ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করার সময় এসিলেন্ডের গাড়ি দেখে অভিযুক্তরা গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছানোর মাত্রই এই অবৈধ মাটি উত্তোলনকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি আরো বলেন শীত মৌসুমে এক শ্রেনীর মানুষ কৃষি জমি থেকে মাটি উত্তলোন করার ব্যবসা ও ইটভাটা ব্যবসায়ীরা মাটি কেটে মজুত করে রাখার উৎসবে মেত উঠেন। আমরা এমন অভিযান অব্যাহত রাখবো অভিযুক্তদের বিরোদ্ধে আইননুক ব্যবস্থা গ্রহণ করবো।