Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিলেট-আখাউড়া রেল সড়কের অনেক লাইনই ঝুঁকিপূর্ণ ॥ সিডিউল বিপর্যয়

স্টাফ রিপোর্টার ॥ সিলেট-আখাউড়া রেল সড়কের অনেক লাইনই ঝুঁকিপূর্ণ। যার ফলে আন্তঃনগর ট্রেনগুলো সময় মতো স্টেশনে আসছে না। এ কারণে ভোগান্তির শিকার হন যাত্রীরা। কিছুদিন আগে সময়ের ৫/১০ দিন আগেই স্টেশনে পৌঁছতো। কিন্তু এখন দেখা গেছে ভিন্ন চিত্র। গত ১৫ দিনে লাইনগুলো সংস্কার করা হয়েছিল। কিন্তু এসব কাজ কচ্ছপ গতিতে চলছে। ফলে দেরিতে ট্রেন স্টেশনে আসছে। পাশাপাশি টেন্ডার এবং সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। প্রতিটি কাজই নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, সিলেট থেকে আখাউড়া পর্যন্ত অর্ধশতাধিক ব্রিজ ঝুঁকিপূর্ণ। যে কোন সময় ধ্বসে পড়ে প্রাণহানির ঘটনাসহ সারাদেশের সাথে সিলেট-হবিগঞ্জের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। এর মধ্যে শাহজীবাজার, শাহপুর, শায়েস্তাগঞ্জ খোয়াই নদী ব্রিজ, সাটিয়াজুরী, সমসের নগর, সাদকপুরসহ অনেক ব্রিজ ঝুঁকিপূর্ণ।
গতকাল সোমবার কালনী ট্রেন সিলেট থেকে ছেড়ে এসে শায়েস্তাগঞ্জে এসে পৌঁছে ৯টার পরিবর্তে সকাল ১০টায়। সিলেটগামী পারাবতেরও একই অবস্থা। শায়েস্তাগঞ্জে এ দুইটি ট্রেন ক্রসিং হয়। অনেকেই ভোগান্তিতে পড়েন। ট্রেনগুলোর চালক জানান, ঘন কুয়াশা এবং লাইন ঝুঁকিপূর্ণ হওয়ায় দেরি হয়।