Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হাসপাতালে শতাধিক ভর্তি ॥ নবজাতকের মৃত্যু জেলাজুড়ে শৈত্যপ্রবাহ বাড়ছে ঠান্ডাজনিত রোগ

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের মতো হবিগঞ্জ জেলায়ও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গত দুইদিন ধরে ঘন কুয়াশার কারণে সন্ধ্যা হওয়ার সাথে সাথেই হবিগঞ্জ থেকে আংশিক যানবাহন বিভিন্ন উপজেলায় অবস্থান করছে। তবে ছোটখাটো যানবাহন তেমন একটা চলাচল করছে না। এদিকে দরিদ্র মানুষরা শীতের কারণে ঘর থেকে বাহির হচ্ছে না। আবার কেউ কেউ দিনে রাতে আগুন পোহাতে সময় কাটাচ্ছেন। দরিদ্র মানুষ শীতবস্ত্র কিনতে হকার্স মার্কেটে ভিড় করছেন। কম দামে কাপড় কিনে সন্তানদের শীত নিবারণ করছেন। তবে তাদের অভিযোগ জনপ্রতিনিধি কিংবা প্রশাসনসহ কেউই এই শীতে তাদের পাশে এসে দাড়াচ্ছেন না। শৈত্য প্রবাহের কারণে শিশু ও বৃদ্ধদের রোগ বালাই দেখা দিয়েছে। গত তিনদিনে প্রায় শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঠান্ডাজনিত কারণে এক নবজাতকের মৃত্যু হয়েছে। তবে সন্ধ্যার পর হবিগঞ্জ থেকে দুর পাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি বলে খবর পাওয়া গেছে।