Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জালিয়াতি করে ড্রাইভিং লাইসেন্সে সহযোগিতা করায় একজন আটক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিআরটিএ অফিসে জালিয়াতির মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করতে সহযোগিতা করায় নাসিরউদ্দিন নামে একজনকে পুলিশে সোপর্দ করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে তাকে আটক করা হয়।
জানা যায়, শহরের কোর্ট মসজিদ মার্কেটে নাসির উদ্দিন নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ড্রাইভিং লাইসেন্স সেবা গ্রহীতাদের কাছ থেকে জালিয়াতি মাধ্যমে অবৈধ ভাবে কাগজপত্র তৈরি করে অতিরিক্ত অর্থ আদায় করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। অবৈধভাবে বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স ইস্যুর নাম করে সেবাগ্রহীতারদের থেকে অতিরিক্ত অর্থ আদায়, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র জালিয়াতিসহ বিভিন্ন অপরাধে ওই ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুঈন খান এলিস, শাহ জহুরুল হোসেন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।