Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে কবি-সাংবাদিক পার্থসারথি চৌধুরী ও সঞ্জীব চৌধুরীর জন্মবার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ কবি ও সাংবাদিক পার্থসারথি চৌধুরীর ৭১ তম এবং কবি, সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরীর ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে এক ঘরোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ ডিসেম্বর ছিল উভয় ব্যক্তিত্বের জন্মতারিখ। এ উপলক্ষে খোয়াই থিয়েটারের উদ্যোগে শহরের টাউন হল রোডস্থ সংগঠন কার্যালয়ে এক ঘরোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি সিদ্দিকী হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন চলচ্চিত্র নির্মাতা স্বরূপ আনন্দ, কবিতা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আবীর, চলচ্চিত্র নির্মাতা মোক্তাদির ইবনে ছালাম, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, নাট্যকর্মী জোবায়েদ হোসেন, সুকান্ত গোপ, মোক্তাদির হোসেন, প্রমথ সরকার প্রমুখ। আলোচকরা পার্থসারথি চৌধুরী ও সঞ্জীব চৌধুরীর জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রসঙ্গত, পার্থসারথি চৌধুরী ১৯৫১ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার নবীগঞ্জের ইনাতগঞ্জ উপজেলার আঘনা গ্রামে ও সঞ্জীব একই তারিখে ১৯৬৪ সালে বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্ম গ্রহণ করেন।