Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী- বর্তমান প্রজন্মকে কারিগরী শিক্ষায় শিক্ষিত করে তোলতে হবে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী এমপি বলেছেন, আধুনিক শিক্ষা ছাড়া দেশে সুনাগরিক গড়ে তোলা সম্ভব নয়। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে বর্তমান প্রজন্মকে কারিগরী শিক্ষায় শিক্ষিত করে তোলতে হবে। নবীগঞ্জের শিক্ষা ও সামজিক উন্নয়নে আপ্তাব-খুদেজা কল্যাণ ট্রাষ্ট এর কার্যক্রম গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে। নবীগঞ্জের রাস্তা-ঘাট, শিক্ষাসহ সার্বিক উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাবো।
গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ নয় মৌজা তাহিরপুর ইত্তেফাকিয়া আলীয়া মাদ্রাসা মাঠে আপ্তাব-খুদেজা শিক্ষা ও সমাজ কল্যাণ ট্রাষ্টের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ট্রাষ্টের প্রতিষ্টাতা লন্ডন প্রবাসী শামীম আহমদের সভাপতিত্বে এবং এডঃ আব্দুল কাইয়ূমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের এমপি এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব দিলীপ কুমার বনিক, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লূৎফুর রহমান, হবিগঞ্জ বৃন্দাবন কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্রাচার্য্য, সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান শাহ নেওয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খয়ের। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ট্রাষ্টের সাধারন সম্পাদক এডঃ নিজামুল হক লস্কর। এ সময় ট্রাষ্টের উদ্দেশ্য ও আদর্শ তুলে ধরেন মাহবুবা খাদিজা কান্তা। অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা জাসদ সভাপতি আব্দুর রউফ, রাজনীতিবিদ মুজিবুর রহমান শেফু, প্রাক্তণ বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ফয়জুল হক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল প্রমূখ। অনুষ্টানে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সিনিয়র সহকারী সচিব এনামুল হক ইকবাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মাহবুবা পান্না। অনুষ্ঠানে অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্টান শেষে এক প্রতিবন্ধী স্কুলকে ২৫ হাজার এবং ৫ জন মেধাবী গরীব ছাত্র-ছাত্রীকে নগদ ৪ হাজার টাকা করে প্রদান করা হয়।