Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলার ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলায় আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল বিকেলে সদর উপজেলা খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি আবু জাহির সরকারের নির্দেশনা অনুসরণ করে ধান-চাল সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। পরে তিনি ধান ও চালের গুণগত মান খতিয়ে দেখেন। চলতি আমন মৌসুমে হবিগঞ্জ সদর উপজেলায় ৫২৮ মেট্রিক টন ধান ও ৪৭৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান ২৮ টাকা ও চালের কেজি ৪২ টাকা ধরা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, জেলা খাদ্য কর্মকর্তা চাই থোয়াই প্রু মার্মা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী, উপজেলা খাদ্য পরিদর্শক শ্যামল চন্দ্র দেব, ব্যবসায়ী শংকর পাল, হাবিব খান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কিয়াম উদ্দিন প্রমুখ।