Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রিচি গ্রামের কৃতি সন্তান শারমিন আক্তার ঋতু’র যুক্তরাজ্য থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের কৃতি সন্তান শারমিন আক্তার ঋতু যুক্তরাজ্যের ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব সায়ন্স ইন মেনেজমেন্ট ডিগ্রি অর্জন করেছেন। প্রথম শ্রেণীর ঠিকাদার এমদাদুর রহমান বাবুল ও নাজমা আক্তারের একমাত্র মেয়ে এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের ভাতিজি। শারমিন আক্তার ঋতু গত ১৫ ডিসেম্বর যুক্তরাজ্যের সুনামধন্য ব্রুনেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে সনদ প্রদান করা হয়।


শারমিন আক্তার ঋতু শিক্ষাজীবন শুরু হয় হবিগঞ্জ দি রোজেস কালেক্টরেট স্কুল থেকে। হবিগঞ্জ বি.কে.জি.সি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বৃন্দাবন সরকারি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা শাখায় ১ম শ্রেণিতে এইচএসসি পাশ করেন। শারমিন আক্তার ঋতু সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে বিবিএ (অনার্স) পাশ করেন। পরে উচ্চ শিক্ষা গ্রহণে ২০২১ সালে যুক্তরাজ্য গমণ করেন। সেখানে যুক্তরাজ্যের ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ঋতুর সফলতায় তার পরিবারের পক্ষ থেকে হবিগঞ্জ বাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।