Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ভোক্তা অধিকারের অভিযান ॥ জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১৩ ডিসেম্বর দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে মেয়াদ উত্তীর্ণ মেডিসিন বিক্রয় করায় বুলবুল ফার্মেসিকে ৮০০০, আয়াদ ফার্মেসিকে ৭ হাজার, সারদা ফার্মেসিকে ৫ হাজার টাকা, সার বিক্রয়ের মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ কিটনাশক বিক্রয়ের অপরাধে মেসার্স সোয়েব ট্রেডার্সকে ১০ হাজার এবং অনুমোদন বিহীন রং, ফ্লেভার ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে মেঘনা বেকারীকে ১৫ হাজার টাকাসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার জরিমানা প্রদান ও আদায় করা হয়। জেলা নিরাপদ খাদ্য অফিসার সাকিব হোসাইন ও বানিয়াচং থানা পুলিশ এর একটি দল এ অভিযানে সহায়তা করে।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।