Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে ঈদের জামাতে রোজাদার-বেরোজদার নিয়ে বিতর্ক ॥ সংঘর্ষে রোজাদার নিহত ॥ আহত ৫০

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বেগুনাই গ্রামে ঈদের জামায়াতে রোজাদার-বেরোজদার নিয়ে বিতর্ককে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শামীম মিয়া (৫০) নামে এক রোজাদার নিহত ও প্রায় ৫ জন আহত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, ওই গ্রামের পূর্ব গ্রাম জামে মসজিদে ঈদের জামায়াত পড়ার সময় শামীম মিয়া বেরোজদারদেরকে পেছনের কাতারে যেতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তালুকদার বাড়ির কয়েকজন। এক পর্যায়ে সাবেক চেয়ারম্যান মুর্শেদ কামাল তালুকদার মোশাহিদ ও সাবেক পুলিশ কর্মকর্তা আশরাফ নিজামের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই শামীম মারা যান। সংঘর্ষে আহতদের মধ্যে শোয়া মিয়া, ফখরুল, খায়রুল ইসলাম, এবাদুল মিয়া, সফিউল আলম, বাহাউদ্দিন, জব্বার মিয়া, ফখরুল তালুকদার, এডঃ আব্দুল মোতালিব তালুকদার, ওয়াসির মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে ওসি আলী ফরিদ আহমেদ জানান, এঘটনায় নিহত শামীমের ভাই ফারুক মিয়া বাদী হয়ে ২২জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।