Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় এক্সেভেটর জব্দ ॥ ১ ব্যক্তিকে অর্থদণ্ড

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে ভূ-গর্ভস্থ মাটি কাটার কাজে জড়িত থাকার অপরাধে মোঃ রুমন মিয়া (২২) নামে একজনকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। এ ছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর মেশিন (মডেল ঐউ২৫০ারর) জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। রুমন বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামের মৃত-সাদেক মিয়ার পুত্র। জানা যায়, আজমিরীগঞ্জ ১নং সদর ইউনিয়নের বিরাট গ্রামের অদূরে কালাইনজুরা হাওরে সরকারি নির্দেশনা অমান্য করে এক্সেভেটরের মাধ্যমে অবৈধভাবে মাটি কেটে আসছিল জনৈক ব্যক্তি। খবর পেয়ে গতকাল রবিবার বিকাল ৩ টায় অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম। পরে মাটি কাটার সাথে জড়িত বানিয়াংয়ের বড়ইউড়ি গ্রামের বাসিন্দা মৃত- সাদেক মিয়ার পুত্র মোঃ রুমন মিয়া (২২) কে নগদ ১ হাজার টাকা অর্থদণ্ড করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলামের আদালত। একই সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সেভেটর মেশিন জব্দ করা হয়। ওই মেশিনটি বিরাট গ্রামের বাসিন্দা মোঃ মইনুল ইসলাম নামে এক ব্যাক্তির জিম্মায় রাখা হয়েছে।