Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

যানজটে শহরবাসীর নাভিশ্বাস দেখার যেনো কেউ নেই

স্টাফ রিপোর্টার ॥ যানজটে নাভিশ্বাস হয়ে উঠেছে হবিগঞ্জ শহরবাসীর। প্রতিদিন শহরের সবচেয়ে ব্যস্ততম প্রধান সড়কে ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগে থাকে। এর অন্যতম কারণ হচ্ছে চার্জার ব্যাটারি চালিত টমটম ও অটোরিকশা এবং সিএনজি। এসব যানবাহনগুলো প্রধান রাস্তা থেকে শুরু করে সবগুলো রাস্তাই দখল করে আছে। ফলে যানজট মানুষের নিত্যসঙ্গিতে পরিণত হয়েছে। মাত্র কয়েক মিনিটের রাস্তা অতিক্রম করতে সময় লাগছে এক ঘণ্টা বা তারও বেশি। এ নিয়ে বার বার শহরবাসী ক্ষোভ প্রকাশ করলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। শহরের প্রধান সড়ক ছাড়াও ইদানিং শহরের খোয়াই ব্রিজ ও কিবরিয়া ব্রিজ সংলগ্ন হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক, হবিগঞ্জ-বানিয়াচং সড়কে যানজট লেগেই থাকছে। স্থানীয়রা জানান, একশ্রেণির প্রভাবশালীরা জায়গা দখল করে বিভিন্ন স্ট্যান্ডে পরিণত করেছে। আর এখান থেকে টমটম ও সিএনজি প্রতি সিরিয়াল দেয়ার জন্য ২০ থেকে শুরু করে ৫০ টাকা করে নেয়া হয়। কিন্তু এসব টাকা তারাই হজম করেন। আর এসব পয়েন্টে যানজট লেগেই থাকে। ফলে শিক্ষার্থীরাসহ বিভিন্ন চাকরিজীবিরা সময়মতো অফিসে পৌঁছতে পারেন না বলে অভিযোগ রয়েছে। তাই সাধারণ মানুষের দাবি অবিলম্বে এসব অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যানজট আরও তীব্র আকার ধারণ করবে।