Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ রেলওয়ের জংশন গাড়ির স্ট্যান্ডে পরিণত

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের ঐতিহ্যবাহী জংশন দখল করে স্ট্যান্ডে পরিণত হয়েছে। একটি প্রভাবশালী মহল প্রতিদিন ওই স্ট্যান্ডের যানবাহন থেকে হাজার হাজার টাকা উত্তোলন করছে। সিলেট বিভাগের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ স্টেশনের পার্কিংটি যাত্রীদের জন্য রাখা হয়েছে। কিন্তু গাড়ি নিয়ে যাত্রী প্রবেশ করাতো দুরের কথা কোনো ভিআইপি লোকও প্রবেশ করতে পারছে না। স্ট্যান্ডের চেকাররা গাড়ি আটকিয়ে দেয় রাস্তাতেই। আর সারিবদ্ধভাবে তাদের ইমা, সিএনজি অটোরিকশা, নোহা, লাইটেসসহ বিভিন্ন যানবাহন দাড় করিয়ে রাখে। আর এ জংশন থেকে বিভিন্ন যানবাহন অলিপুর, মাধবপুর, চুনারুঘাট, নতুন ব্রিজ, হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে যাতায়াত করছে। প্রতিদিন শত শত যাত্রীরা আন্তনগর, পারাবত, জয়ন্ত্রিকা, উপবন, কালনী, পাহাড়িকা, উদয়নসহ বিভিন্ন ট্রেনে যাতায়াত করছেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, এ যেনো শায়েস্তাগঞ্জ জংশন নয়, এটি গাড়ি স্ট্যান্ড। অবিলম্বে এ স্ট্যান্ডটি দখলদারের কবল থেকে উদ্ধারের দাবি জানান যাত্রীরা।