Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মানবদেহে ক্ষতিকর তামাক দ্রব্য নিয়ে কর্মশালা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে তামাক সেবন ও নেশা জাতীয় দ্রব্য আসক্তির প্রতিকারের জন্য সচেতনতা বৃদ্ধির একদিনের প্রশিক্ষণের কমশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও ডাঃ চম্পক কিশোর সাহা সুমনের পরিচালনায় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসার কলিম উল্লাহ শিকদার, ডাঃ মইনুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম তালুকদার, মডেল প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাগর মিয়া, এনজিও কর্মী মির্জা তকমিনা বেগম, কমিনিটি ক্লিনিক নেতা আব্দাল মিয়া তালুকদার, ইউপি সদস্য সখিনা খাতুন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মুস্তাকিম বিল্লাহ। গীতা পাঠ করেন শাকানন্দ ভট্টাচার্য্য। প্রজেক্টরের মাধ্যমে সেমিনারে অংশ গ্রহণকারীদের মধ্যে তামাক জাতীয় দ্রব্যর ক্ষতিকারক বিষয়াদী উপস্থাপনা করেন ডাঃ রাশেদ খান।