Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খেলাধূলা তরুণদের মাদক থেকে দূরে রাখে- এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, নিয়মিত খেলাধূলা ও শরীর চর্চা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে, এতে তাঁদের শরীর মন ভাল থাকে। এজন্য আওয়ামী লীগ সরকার দেশজুড়ে ক্রীড়াঙ্গনের উন্নয়ন অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি গতকাল বিকেলে লাখাই উপজেলার গোয়াকড়া সমাজকল্যাণ যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় এমপি আবু জাহির অতীতের ন্যায় ভবিষতেও হবিগঞ্জের ক্রীড়াঙ্গনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, বুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ, মোঃ আইয়ুব আলী প্রমুখ। সভাপতিত্ব করেন গোয়াকড়া সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি এইচএম হোসাইন আহমেদ।
ফাইনাল খেলায় ফয়সল ফুটবল একাডেমিকে ৩-১ গোলে পরাজিত করেছে আরিফ ফুটবল একাডেমি শরীফপুর।