Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ॥ চরম ভোগান্তিতে জনগণ

আজিজুল ইসলাম সজীব ॥ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে জেলাজুড়ে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। জেলা থেকে কোনো বাস ছেড়ে যায়নি। নবীগঞ্জে বাস চলাচলে বাধা দেয়ার প্রতিবাদে ও অবৈধ যানবাহন বন্ধের দাবিতে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
জানা যায়, শুক্রবার সকাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে হবিগঞ্জ মটর মালিক গ্রুপ। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। অতিরিক্ত ভাড়ায় বাধ্য হয়ে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে তাদের।
মেহেদি হাসান নামের এক যাত্রী বলেন, শুক্রবার অনেকেই সিলেটে মাজারে যাতায়াত করেন। অনেকেই ছুটির দিনে বাড়িতে আসেন। পরিবহন ধর্মঘটের কারণে তারা যাতায়াত করতে পারছেন না।
জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় বলেন, মূলত নবীগঞ্জে বাস চলাচলে প্রশাসনের বাধার কারণে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছি। রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এখানে সব দলেরই বাস মালিক ও শ্রমিক আছেন।