Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত অর্ধশতাধিক ॥ লেজগুটিয়ে পালানোর ইতিহাস আমার নেই-জি কে গউছ

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষ্যে লাখাইয়ে প্রস্তুতি সভায় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শহরে তাৎক্ষনিকভাবে মশাল মিছিল করেছে নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় লাখাই উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করে। সভার শুরুর কিছুক্ষণ পর সেখানে পুলিশ উপস্থিত হলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের ছুড়া রাবার বুলেটে অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়। এ সময় অবরুদ্ধ করে রাখা হয় শতশত নেতাকর্মী। সংঘর্ষের সময় পুলিশ অর্ধশতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউছ জানান, তাদের শান্তিপূর্ণ প্রস্তুতি সভায় হঠাৎ করে পুলিশ অতর্কিত হামলা করে তছনছ করে দিয়েছে। পুলিশের রাবার বুলেটের আঘাতে জিকে গউছসহ তাদের অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়েছে। তিনি বলেন, সিলেটের গণসমাবেশকে যাতে জনসমুদ্রে পরিণত না করতে পারি সে জন্যই পুলিশ লাখাই উপজেলা বিএনপির প্রস্তুতি সভায় হামলা করেছে। এতে আমরা ভিত নই, পুলিশের হামলা-মামলার ভয়কে উপেক্ষা করেই আমরা রাজনীতি করি। কোনো বাধাঁই বিএনপিকে থামিয়ে রাখতে পারবে না। সিলেটে বিএনপির গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জি কে গউছ বলেন- আমরা অবরুদ্ধ থাকা অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল একাধিকবার ফোনে আমার সাথে কথা বলেছেন, আমাদের খোঁজ খবর নিয়েছেন। অতিতে যেভাবে এ ধরনের ঘটনার মোকাবেলা আমরা করেছি, ঠিক সেইভাবেই ধৈর্য্যের সাথে এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য নির্দেশ নিয়েছেন।
তিনি বলেন- লাখাই প্রমাণ হয়েছে, পুলিশ দিয়ে বিএনপিকে মাঠ ছাড়া করা যাবে না। পুলিশ অনেক চেষ্টা করেছে, লাখাই থেকে যেনতেনভাবে আমাদেরকে হবিগঞ্জ পাঠাতে। কিন্তু তারা সফল হয়নি। তিনি বলেন, লেজগুটিয়ে পালানোর ইতিহাস আমার নেই। মরলে বীরের মতই মরবো, রাজপথে মরবো, পালাবো না।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নুনু মিয়া জানান, সভাস্থলে পুলিশ উপস্থিত হলে বিএনপির নেতাকর্মীরা পুলিশেকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের অন্তত ১০ জন সদস্য আহত হয়েছে। পরে পুলিশ আত্মরক্ষার্থে শতাধিক রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে।