Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরের মাছ বাজারে ওজনে কম দিচ্ছেন ব্যবসায়ীরা ॥ অভিযোগ ক্রেতাদের

স্টাফ রিপোর্টার ॥ শহরের মাছ বাজারে ওজনে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে প্রায়ই ক্রেতাদের সাথে বিক্রেতাদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। কয়েক বছর আগে দাড়িপাল্লার প্রচলণ থাকলেও বর্তমানে ডিজিটাল মেশিনে ওজন পরিমাণ করা হয়। আর এ ওজনের মাঝেই কৌশলে মাছ বিক্রেতারা প্রতিকেজিতে ১শ থেকে দেড়শ গ্রাম কম দিচ্ছেন।
এ রকম বেশ কয়েকটি ঘটনা ধরা পড়লেও তারা অনিচ্ছাকৃত ভুল বলে সমাধান করেন। তবে ক্রেতাদের অভিযোগ এটা ইচ্ছাকৃত। অর্থাৎ মানুষকে ঠকানোর কৌশল হিসেবে কেজিতে ১শ গ্রাম কম দিলে ২০ থেকে ৫০ টাকা লাভ হয় তাদের। মাছ ক্রয় করে ওজন দেয়ার আগেই তারা ডিজিটাল মেশিনের সুইচ দিয়ে দেন। যার ফলে মাছ রাখার আগেই ৯শ গ্রাম মাছ ১ কেজি হয়ে যায় আবার ১৮শ গ্রাম মাছ দুই কেজি হয়ে যায়। এরকম করেই দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা তাদের ব্যবসা করছেন।
সাধারণ ক্রেতারা মাছ বাজারের ব্যবসায়ীদের মনিটরিং করার দাবি জানিয়েছেন।