Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়ন চেয়ারম্যান নলিউর তালুকদারের বিরুদ্ধে সরকারী টাকা আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারের বিরুদ্ধে চেক জালিয়াতি করে সরকারী টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানা যায়, সাম্প্রতিক বন্যায় ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য উপজেলা নির্বাহী অফিসার সাক্ষরিত সোনালী ব্যাংক আজমিরীগঞ্জ শাখার যথাক্রমে ৩টি চেক নং-৪৪৩৪৬৩৯, টাকা ২২০০০/-, তারিখ ২৩/৬/২০২২ইং, চেক নং-৪৪৩৪৬৪৭, টাকা ২৩১০০/-, তারিখ ২৮/.৬/২০২২ইং এবং অপর চেকে ৪০,০০০/- টাকা তারিখ ৩০/৬/২০২২ইং, এ তিনটি চেকে মোট ৮৫,১০০/- টাকা চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারকে বিতরণের জন্য প্রদান করা হয়। কিন্তু চেয়ারম্যান ইউএনও কর্তৃক ইস্যুকৃত ৩টি চেক ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসেবে জমা না দিয়ে সোনালী ব্যাংক আজমিরীগঞ্জ শাখায় তার ব্যক্তিগত হিসাব নং-৫৭০১৮৩৪০৬৫১৭৫ এ জমা করেন। ইউএনও এর হিসাব থেকে চেক ৩টির টাকা ২৬ জুন ২২ হাজার, ৩০ জুন ২৩ হাজার ১শ এবং ১৮ জুলাই ৪০ হাজার টাকা চেয়ারম্যান নলিউরের ব্যাক্তিগত হিসাবে স্থানান্তর করা হয়। আত্মসাতের উদ্দেশ্যেই সরকারী টাকা চেয়ারম্যানের ব্যক্তিগত হিসাবে জমা করা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।