Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স প্রদান

চুনারুঘাট প্রতিনিধি ॥ স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে চুনারুঘাট উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গতকাল মঙ্গলবার (৮ নবেম্বর) নতুন এ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোজাম্মেল হকের হাতে নতুন এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়েছে।
জানা যায় , উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার কয়েক লক্ষ জনগণের একমাত্র সেবা প্রাপ্তীর জায়গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নানা সমস্যা সমস্যায় জর্জরিত এই স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসা নিতে আসা ভুক্তভোগীদের নানা অভিযোগে ও পত্র পত্রিকায় প্রকাশিত নানা প্রতিবেদনের পর গতকাল ৪২ লক্ষ টাকা মূল্যের নতুন এ্যাম্বুলেন্স সংযোজন করে স্বাস্থ্য অধিদপ্তর।
এসময় উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর বলেন, বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও চুনারুঘাট মাধবপুর আসনের সংসদ সদস্য এড. মাহবুব আলী এমপির হস্তক্ষেপে আজকের এই প্রাপ্তি। অতিদ্রুত পর্যায়ক্রমে বাকী সমস্যা গুলোরও সমাধান করা হবে। আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকলের জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিয়ে উন্নয়ন কার্যক্রম চলমান রাখবেন।