Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ নভেম্বর সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাগণ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই উদ্ভাবনী মেলায় ১৪টি স্টল বিভিন্ন ক্যাটাগরিতে অংশ গ্রহণ করে।
অংশগ্রহণকারী স্টল থেকে সেরা তিনটি স্টলকে পুরস্কৃত করা হয়। দিন ব্যাপী মেলা শেষে সেরা তিনটি স্টল কে পুরস্কৃত করা হয়। বিকাল ৫ টায় মেলা প্রাঙ্গণে উপজেলা শিক্ষা সুপারভাইজার জগদীশচন্দ্র দাসের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মুহাম্মদ রফিকুল আলম। প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবন ও সেবা তৈরির মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় এই মেলার আয়োজন করা হয়।
প্রধান অতিথি মুহাম্মদ রফিকুল আলম বলেন, নাগরিক জীবনকে আরো সহজ সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনের মাধ্যমে আগামীর লক্ষ্যমাত্রা অর্জন এর জন্যই এই মেলার আয়োজন। চারটি প্যাভিলিয়ন যথাক্রমে উদ্বোবনী উদ্যোগ, স্টেট আপ, ডিজিটাল সেবা, হাতের মুঠো সেবা এবং শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সেবা ও প্রদর্শনী এই মেলায় দেখানো হয়। প্রশাসনের প্রায় সকল স্তরের নিজস্ব সুযোগ সুবিধা গুলো নিয়ে জনসাধারণকে অবহিত করেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ।