Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের কারাদন্ড

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ওয়ালিদ খান (১৯) নামে এক বখাটেকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করেন। জানা যায়, বেশ কিছুদিন যাবত বাহুবল সদর ইউনিয়নের দশকাহনিয়া গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে ওয়ালিদ খান উপজেলা সদরে অবস্থিত দি-লিটন ফাওয়ার কিন্ডারগার্টেনের সামনে ও আশপাশে স্কুল চলাকালীন সময়ে বিভিন্ন অজুহাতে ঘুরাঘুরি করে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলো। প্রতিদিনের ন্যায় সে মঙ্গলবারও স্কুলে কোচিং চলাকালীন সময়ে ছাত্রীদের বিভিন্ন অঙ্গভঙ্গিতে ইভটিজিং করতে থাকে। এসময় স্কুল কর্তৃপক্ষ ওয়ালিদ খানকে আটক করে বাহুবল মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এস আই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে তাকে আটক করে।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। বিষয়টি এসিল্যান্ড নিজেই নিশ্চিত করেন।