Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের ঘোনাপড়া গ্রামের গৌছুল আম্বিয়া কারাগারে

স্টাফ রিপোর্টার \ ২০০৬ সালে দায়েরকৃত মামলার পলাতক আসামী গৌছুল আম্বিয়াকে কারাগারে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। গত ২৭ অক্টোবর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
ওই মামলার চার্জশীভ‚ক্ত আসামী গৌসুল আম্বিয়ার বড় ভাই আশরাফুল আম্বিয়া, ছোট ভাই ফয়জুল আম্বিয়া, ভাতিজা শামসুজ্জামান ওরফে এস.ডি আম্বিয়া বর্তমানে পলাতক রয়েছেন। তাদের বাড়ি নবীগঞ্জ সদর ইউনিয়নের ঘোনা পাড়া গ্রামে।
জানা যায়, পূর্ব বিরোধের জের ২০০৬ সনে অভিযুক্তরা পরিকল্পিতভাবে প্রতিপক্ষের যুবকের উপর হামলা চালায়। এ ঘটনায় নবীগঞ্জ থানার একটি মামলা (মামলা নং ৬১/০৭) দায়ের করা হয়। পরবর্তীতে নবীগঞ্জ থানা পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশীট দাখিল করেন। ওই মামলার চার্জশীটভ‚ক্ত আসামী গৌসুল আম্বিয়া দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গত ২৭ অক্টোবর আদালতে আত্ম সমর্পণ করলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। ইতিমধ্যে মামলায় সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
হামলার ঘটনায় দায়ের মামলার দীর্ঘ ১৬ বছর পর আগামী নভেম্বর মাসে রায় ঘোষণা হবে বলে সূত্রে জানা গেছে।