Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ডেঙ্গু আতঙ্ক সর্বত্র \ জেলায় ১৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলা জুড়ে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। গতকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১৯ জন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তন্মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি আছেন। গতকাল শনিবার এক নারী সুস্থ্য হওয়ায় তাকে রিলিজ দেয়া হয়েযছে। আর ১১ জনকে সিলেট ও ঢাকা প্রেরণ করা হয়েছে। দু’দিন আগে সংসদ সদস্য আলহাজ¦ এডভোকেট আবু জাহির এমপির গাড়ি চালক মোহাম্মদ আলী ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এদিকে হবিগঞ্জ শহরে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ডেঙ্গু আতংকও বিরাজ করছে শহর জুড়ে। এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষকে শহরে মশক নিধন ঔষধ ছিটানো জরুরী হয়ে পড়েছে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত¡াবধায়ক আমিনুল ইসলাম সরকার জানান, বাসা বাড়িতে পানি জমে থাকে এমন স্থান পরিস্কার করে রাখতে হবে। তাছাড়া সকলকে তিনি এ বিষয়ে আরও সচেতন হবার পরামর্শ দেন।