Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ক্রেতাদের সাথে চরম প্রতারণার অভিযোগ ॥ শহরের আদি গোপালসহ ৫ মিষ্টান্ন ভান্ডারকে ৩৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরসহ বিভিন্ন উপজেলায় মিষ্টির দোকানগুলোতে ক্রেতাদের সাথে চরম প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় একেতো ওজনে কম, অন্যদিকে প্রতি কেজিতে কার্টন ব্যবহার করা হচ্ছে ২শ থেকে আড়াইশ গ্রাম। এ যেনো মরার ওপর খরার ঘা। দোকান মালিকরা, চিনি, ময়দা, দুধসহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়ার অজুহাতে মিষ্টির দাম প্রতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বাড়িয়েছে। তারপরও তারা ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছে।
এমন অভিযোগের প্রেক্ষিতে গতকাল রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকারের সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে মাধবপুর বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ মিষ্টান্ন ভান্ডারকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর মাঝে মাধবপুর বাজারে মেসার্স অজিত কুমার পালকে ৭ হাজার, মেসার্স নারায়ন পাল এন্ড ব্রাদার্সকে ৭ হাজার, গোপাল মিষ্টান্নকে ৮ হাজার, সততা মিষ্টান্নকে ১০ হাজার টাকা, ও সকলের পরিচিত আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের অপরাধ ওজনে কম, অতিরিক্ত মূল্য, পাঁচাবাসি ও কার্টনের ওজন বেশিসহ ইত্যাদি। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে র‌্যাব -৯ এর একটি দল।
পরিচালক জানান, ক্রেতাদের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া এ অভিযান নিয়মিত চলবে।