Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক মোঃ গোলাম কিবরিয়ার স্ত্রীর নামে ॥ অবৈধভাবে বরাদ্দ ১১২৪ বর্গফুট ফ্লোর উদ্ধার আরও ১৫টি দোকানের চাবি ৬ ডিসেম্বরের মধ্যে হস্তান্তর চেয়ে পৌর কর্তৃপক্ষের চিঠি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক (সাময়িক বরখাস্তকৃত) মোঃ গোলাম কিবরিয়ার স্ত্রীর নামে অবৈধভাবে নেয়া পৌর মার্কেটের ১১২৪ বর্গফুট ফেøার উদ্ধার করেছে হবিগঞ্জ পৌরসভা। সম্প্রতি পৌর কর্তৃপক্ষ ওই ফ্লোরটি উদ্ধার করে।
একই সাথে গোলাম কিবরিয়ার নামে বরাদ্দকৃত ২ হাজার বর্গফুটের অন্য ১৫টি দোকানের বরাদ্দ বাতিল করেছে পৌর কর্তৃপক্ষ। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে দোকানগুলো খালি করে পৌরসভায় চাবি হস্তান্তর করার জন্য চিঠি দেয়া হয়েছে বাজার পরিদর্শক (সাময়িক বরখাস্তকৃত) মোঃ গোলাম কিবরিয়ার স্ত্রী মোছাঃ রোকেয়া খাতুনকে।
গত আগস্ট মাসে ২১ তারিখ অনুষ্ঠিত পৌর পরিষদের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ৬ সেপ্টেম্বর এ চিঠি প্রেরণ করা হয়। সাথে সাথে ওই ১৫ টি দোকান অবৈধভাবে যাদের ভাড়া দেয়া হয়েছে তাদের চুক্তিপত্র বাতিল বলে গণ্য করা হয়েছে।
জানা যায়, শহরের প্রধান ডাকঘর সংলগ্ন পৌর বিপনী বিতানের প্রথম তলার উত্তরাংশে ১১২৪ বর্গফুট খালি ফ্লোর স্ত্রী রোকেয়া খাতুনের নামে অবৈধভাবে নিজের আয়াত্বে নেন হবিগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক মোঃ গোলাম কিবরিয়া। পরবর্তীতে ওই ফোরের সাথে আরো ২ হাজার বর্গফুট ফ্লোর বরাদ্দ নিয়ে পৌরসভার অনুমতি ব্যতিরেকে সম্পূর্ন অবৈধভাবে ১৫টি দোকান কোটা তৈরী করেন। ওই ১৫টি দোকান তিনি অবৈধভাবে বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন।
গত ২১ আগষ্ট পৌর পরিষদের মাসিক সভায় গোলাম কিবরিয়ার স্ত্রী রোকেয়া খাতুনের নামে অবৈধভাবে নেয়া বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী গোলাম কিবরিয়ার স্ত্রী মোছাঃ রোকেয়া খাতুন, পিতা- মৃত হাছন আলী, শায়েস্তানগর হবিগঞ্জ বরাবরে চিঠি প্রেরণ করে হবিগঞ্জ পৌরসভা। ওই চিঠিতে পৌর মার্কেটের বরাদ্দ বাতিলসহ আগামী ৬ ডিসেম্বরের মাঝে দোকান কোঠাগুলো খালি করে চাবি হবিগঞ্জ পৌরসভায় জমা দেয়ার কথা বলা হয়েছে।