Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে জাতীর শ্রেষ্ঠ সন্তান অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ‘বীর নিবাস’ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (৭ অক্টোবর) সকালে উপজেলার ভান্ডরুয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা ফুল মিয়া ও জগদীশপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা এনাম খাঁ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ খান, প্রেসক্লাবের সভাপতি মোঃ অলিদ মিয়া, সাংবাদিক আইয়ুব খান, বীর মুক্তিযোদ্ধা ও এলাকার স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন জানান, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য দ্বিতীয় পর্যায়ে উপজেলায় ৪৮টি বীর নিবাস নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ‘বীর নিবাস’ ঘরে ব্যয় হবে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা করে। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে উপজেলার অসচ্চল সকল মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি অনুদানে নির্মিত হবে বীর নিবাস।