Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ভোক্তা অধিকারের সভা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ভোক্তা অধিকার আইন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ২৮ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে এবং পিআইও প্লাবন পালের পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা, প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বকুল, ক্যাবের সেক্রেটারি মনিরুজ্জামান তাহের, আসিফ মিয়া প্রমুখ।
সভায় বক্তারা ভোক্তার অধিকার সম্পর্কে আলোচনা করেন। রাষ্ট্র জনগণের কল্যাণে আইন তৈরি করে। কিন্তু জনগণ সে আইন ও অধিকার সম্পর্কে অবহিত না থাকলে এর সুফল থেকে বঞ্চিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ব্যাপক প্রচার প্রয়োজন। শুধু আইন প্রয়োগ করে পণ্যের ভেজাল রোধ বা ক্রেতা ঠকানো বন্ধ করা সম্ভব নয়। নিজেদের অধিকার সম্পর্কে ভোক্তাদের সচেতন হতে হবে। একই সঙ্গে ব্যবসায়ী-বিক্রেতা এবং উৎপাদন কারীদেরও সচেতন করতে হবে।