Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে নিরীহ ব্যক্তির জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে এক নিরীহ ব্যক্তির মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত ১৯ সেপ্টেম্বর ভূক্তভোগী আজমান উল্লা নামের ঐ ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারি কমিশনার (ভূমি) বরাবরে দুইটি পৃথক অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পত্রের সূত্রে জানা যায়, উপজেলার পুটিজুরী ইউনিয়নের মিরেরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র আজমান আলীর মালিকানাধীন ভূমি (মৌজা- জয়নাবাদ উত্তর, জেএল নং-২৭, খতিয়ান নং- ২৪৪, দাগ নং- আরএস ৪৪৩ ও ৪৪২) থেকে উপজেলার যাদবপুর গ্রামের মৃত চান মিয়ার পুত্র আলতা মিয়া ও আলতা মিয়ার পুত্র তাজুল ইসলাম গংরা জোরপূর্বক ভাবে ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে যাচ্ছেন। ভূক্তভোগী ব্যক্তি বালু উত্তোলনে বাঁধা প্রদান করলে বালু উত্তোলনকারী প্রভাব কাটিয়ে প্রাণনাশের হুমকি ও খুন-খারাপির ভয়-ভীতি প্রদর্শন করে বালু উত্তোলন ও পাচার করে যাচ্ছেন। এতে করে আজমান উল্লার ভূমি মরু ভূমিতে পরিণত হয়েছে।
ভূক্তভোগী আজমান আলী বলেন, বালু উত্তোলন ও পাচার কাজে জড়িত ব্যক্তিরা বিশাল অর্থ-বিত্তের মালিক ও এলাকায় প্রভাবশালী হওয়ায় ভয়ে তাদেরকে বাঁধা দিতে পারছি না। জরুরি ভাবে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও ও এসিল্যান্ড বরবারে পৃথক অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান।