Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে আয়কর মেলার সমপনী অনুষ্ঠানে-জেলা প্রশাসক আয়কর প্রদানে উদ্বুদ্ধ করতে জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই

স্টাফ রিপোর্টার ॥ জেলা প্রশাসক মনিন্দ্র কিশোর মজুমদার বলেছেন, রাষ্ট্র ও সরকারকে শুধু রা নয় দেশের উন্নয়ন সহ সার্বিক কর্মকান্ড তরান্বিত করতে হলে আয়কর প্রদানে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য প্রচার প্রবাকান্ডার মাধ্যমে জনসচেতনতার কোন বিকল্প নেই। তিনি সরকারের রাজস্ব খাতকে আরো সমৃদ্ধ করতে হবিগঞ্জের করদাতার সংখ্যা অন্তত ১০ হাজারে পৌছানোর জন্য দ্রুত পদক্ষেপ গ্রহনে সংশ্লিস্ট কর কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
জাতীয় আয়কর দিবস-২০১৩ উপলক্ষে দু’দিন ব্যাপী আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদান কালে এ কথা বলেন। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট কর অঞ্চলের উদ্যোগে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আয়কর কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু মুসা। এতে বিশেষ অতিথি হিসেবে হিসেবে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছ, চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিন। এসময় বক্তারা, হবিগঞ্জে কর প্রদানে ব্যক্তিদের নতুন তালিকা তৈরীর জন্য কর কর্মকর্তাদের প্রতি আহবান জানান। সমাপনী আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।